তরুণদের ক্যারিয়ার সচেতন করতে এবার সাবিরুলের ‘ইকেও’ ট্যুর

তরুণদের মাঝে ক্যারিয়ার সচেতনতা সৃষ্টি করতে দেশের সাতটি বিভাগে চার মাসের ‘ইকেও’ ট্যুর করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’-এর প্রতিষ্ঠাতা সাবিরুল এ তথ্য জানান। গত ২৪ মার্চ তিনি ঢাকায় এসেছেন।
এডুকেশন, নলেজ এবং সুযোগ- এই তিন শব্দের সমন্বয় হচ্ছে ‘ইকেও’। ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’-এর সাফল্যের পথ ধরে তরুণদের অনুপ্রাণিত করতে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের মাঝে ক্যারিয়ার সচেতনতা সৃষ্টি করতে সাবিরুলের নতুন উদ্যোগ ‘ইকেও’। এভারজবস বাংলাদেশের সহযোগিতায় তিনি বাংলাদেশের সাতটি বিভাগে চার মাসের ‘ইকেও’ ট্যুর করবেন তিনি।
‘ইকেও’ ট্যুরের আওতায় থাকছে সাত বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভিন্ন আয়োজন। একই সঙ্গে থাকছে বৈশাখী টেলিভিশনে ১৩ পর্বের অনুষ্ঠান। এ ছাড়া আগামী ১০ এপ্রিল থেকে রেডিও নেক্সট ৯৩.২-এ প্রতি রোববার চলবে লাইভ শো। চার মাসব্যাপী এই আয়োজনের সূচনা হবে আগামী ৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে থেকে।
সাবিরুল ইসলাম বলেন, ‘যে কাউকে যদি প্রশ্ন করা হয়, ভবিষ্যতে কী হতে চাও? তাহলে জবাব দেয়, ডাক্তার বা ইঞ্জিনিয়ার। কিন্তু বাকি পেশাগুলোর কী হবে? গুরুত্বপূর্ণ এদিকগুলো বিবেচনা করেই আমরা নতুন উদ্যোগ গ্রহণ করেছি। এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি বিশ্ববিদ্যালয়ে আমরা তরুণদের সঙ্গে মিশে যাব। তাদের কথা ও আইডিয়া শুনব এবং আমাদের চিন্তা তাদের সঙ্গে শেয়ার করব।’
সাবিরুল ইসলাম আরো বলেন, ‘বাংলাদেশের তরুণরা অনেক বেশি আত্মপ্রত্যয়ী এবং বিচক্ষণ। কিন্তু তাদের সুযোগের অভাব রয়েছে। আমরা চাই নতুন নতুন উদ্যোগ নিয়ে সুযোগ তৈরি করতে, যা বাংলাদেশের অগ্রগতিতে সহায়তা করবে।’
‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’-এর মতোই ‘ইকেও’-এর সফলতার আশাবাদ ব্যক্ত করে সাবিরুল ইসলাম বলেন, ‘এই ভিন্নধর্মী উদ্যোগ এ দেশের তরুণদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে এবং চাকরি ক্ষেত্রে তাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’
সম্প্রতি এভারজবস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পদে যোগদান করেছেন সাবিরুল ইসলাম।