বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেওয়া পিএইচডি অবৈধ
দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি দেওয়ার অনুমোদন নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা জাহানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এতদ্বারা শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয় বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাংলাদেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এখন পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমোদন দেওয়া হয়নি। এ ছাড়া এখন কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা বা কোনো দেশীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি।’
শিক্ষা মন্ত্রণালয় আরো জানায়, ‘কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়কে এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে দূরশিক্ষণের মাধ্যমে বা কোনো দেশীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পিএইচডি কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি। এ পর্যন্ত যাঁরা এ ধরনের পিএইচডি ডিগ্রি গ্রহণ করেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই।’
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন নিয়ে দেশের অভ্যন্তরে মোট ৭৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাচ্ছে।

অনলাইন ডেস্ক