জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা, রক্তের গ্র“প নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নুরউদ্দিন আহমেদ, বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আবদুর রহিম খানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখানে রক্তের গ্র“প নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ