নভেরা দীপিতা স্মৃতি বৃত্তি পেলেন জেনিনা

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কৃতী ছাত্রী জেনিনা ইসলাম আবিরকে নভেরা দীপিতা স্মৃতি বৃত্তি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার উপাচার্য দপ্তর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃত্তির চেক ও সনদ হাতে তুলে দেন।

২০১৪ সালে গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ লাভ করায় জেনিনাকে এ বৃত্তি পেলেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. আবুল মনসুর আহামদ, সহযোগী অধ্যাপক ড. নাদির জুনাইদ, সহযোগী অধ্যাপক ড. এ এস এম আসাদুজ্জামান এবং নভেরা দীপিতার তা আদিলা বকুল বক্তব্য দেন।

উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নভেরা দীপিতা ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং প্রগতিশীল ব্যক্তিত্ব ছিলেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।