১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পদত্যাগ করলেন রুয়েটের উপাচার্য

Looks like you've blocked notifications!
রুয়েটে উপাচার্যের পদত্যাগ ও নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে গতকাল রোববার ১০ ঘণ্টা ভিসিকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষকরা। ছবি : এনটিভি

শিক্ষকদের আন্দোলনের মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বের উপাচার্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন পদত্যাগ করেছেন। প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গতকাল রোববার (২৮ মে) রাত ৯টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে অফিস ত্যাগ করেন। ড. সাজ্জাদ হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, ‘শিক্ষকদের আন্দোলন ও দাবি মেনে নিয়ে আমি পদত্যাগ করেছি। পাশে আমার মেয়ে আছে। এর বেশি কিছু বলতে পারছি না।’

এর আগে পদোন্নতি, চলতি দায়িত্বের উপাচার্যের পদত্যাগ এবং নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন রুয়েটের প্রায় ৮০ জন শিক্ষক। গতকাল রোববার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলতি দায়িত্বের উপাচার্যের কক্ষে এ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত বছরের ৩ জুলাই থেকে চলতি দায়িত্বের উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। চলতি দায়িত্বের উপাচার্যের নিয়োগ ও পদোন্নতি দেওয়ার ক্ষমতা না থাকায় শিক্ষকদের পদন্নোতি হচ্ছে না। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন সময় আন্দোলন করেন তারা। এরই ধারাবাহিকতায় শিক্ষকরা গতকাল বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০ ঘণ্টা ধরে ভিসিকে অবরুদ্ধ করে রাখেন।

রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এর একদিন পর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রুয়েটের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য (ভিসি) করা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টিতে তিনি রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করে এসেছেন।