ঢাবির চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষায় শীর্ষে যারা 

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চারুকলা ইউনিটে প্রথম তিনজন। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২১২ জন শিক্ষার্থী পাস করেছেন।

আজ সোমবার (৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

চারুকলা অনুষদের অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন চার হাজার ৭২৬ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছেন ২১২ জন, যা মোট শিক্ষার্থীর ২২ দশমিক ২৯ শতাংশ। বাকি ৭৭ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এই ইউনিটে আসন রয়েছে ১৩০টি।

এবার চারুকলা ইউনিটে প্রথম হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সৌম্যদীপ্ত মণ্ডল। তার প্রাপ্ত মোট নম্বর ১০২। তিনি ১০০ নম্বরের মূল পরীক্ষায় পেয়েছেন ৮২। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন।

দ্বিতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র মো. সাফফাত হোসাইন রিশতা। তার মোট নম্বর ১০১ দশমিক ৫। তিনি ১০০ নম্বরের মূল পরীক্ষায় মধ্যে পেয়েছেন ৮১ দশমিক ৫। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন।

চারুকলা ইউনিটে তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের রিদিতা নওশীন। তার প্রাপ্ত মোট নম্বর ৯৯ দশমিক ৭৫। তিনি ১০০ নম্বরের মূল পরীক্ষায় পেয়েছেন ৭৯ দশমিক ৭৫। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন।

যেভাবে ফলাফল জানা যাবে

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

এছাড়া পরীক্ষার্থীরা বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

এর আগে গত (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর সড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল সাত হাজার ৯৭ জন।