জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

Looks like you've blocked notifications!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আজ সোমবার (৫ জুন) রাত ৮ টায় এই ফল প্রকাশ করা হয়। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর হার (প্রমোটেড) ৯৫ দশমিক ৩৯ শতাংশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় ৩২৫টি কেন্দ্রে ৮৭৮টি কলেজে ৩১টি অনার্স বিষয়ের এই পরীক্ষায় মোট চার লাখ ৩৩ হাজার ৬৩৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাত ৮ থেকে ফলাফল পাওয়া যাবে।