এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

Looks like you've blocked notifications!
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে শুরু হবে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। ঢাকা বোর্ডের যেসব কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা হবে, সেসব কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী, আগামী ১৭ আগস্ট পরীক্ষা শুরু হবে। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। এ পরীক্ষা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।