বিদেশ কেন্দ্রে পাসের হার ৮৫.৩৩ শতাংশ
এসএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার গত বছরের চেয়ে ১০ দশমিক ৫৪ শতাংশ কমেছে। এবার বিদেশের আটটি কেন্দ্রে পাসের হার ৮৫ দশমিক ৩৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৫ দশমিক ৮৭ শতাংশ।
আজ শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। ফলের পরিসংখ্যান থেকে এ সব তথ্য জানা গেছে। বিদেশের আটটি কেন্দ্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে।
বিদেশের এসব কেন্দ্র থেকে মোট ৩৭৫ জন পরীক্ষা দিয়ে ৩২০ জন পাস করেছেন। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছেন।
বিদেশের আটটি কেন্দ্র হলো—সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ ও কারিগরি বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ।