অর্থ সহায়তাসহ নানা সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত রসুল্লাবাদ ইউ এ খান স্কুলের শিক্ষার্থীরা

Looks like you've blocked notifications!
রসুল্লাবাদ ইউ এ খান স্কুলের এক শিক্ষার্থীর হাতে উপহার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : এনটিভি 

স্কুলের পোশাক ও খেলাধুলা সামগ্রী পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে পেয়েছে আর্থিক সহযোগিতাও। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 

আজ শনিবার (২৬ আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। আনন্দিত শিক্ষার্থীরা জানান তাদের উচ্ছ্বাস। অভিভাবকরা বলেন, সমাজের পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের  লেখাপড়ায় বিত্তবানরা এগিয়ে আসলে তারা আর পড়াশোনা থেকে ছিটকে পড়বে না।

রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিকাইল হোসেন বাবুল। তিনি অর্থনৈতিকভাবে অস্বচ্ছল পরিবারের সন্তানদের জন্য স্কুলের পোশাক দিয়ে সহযোগিতা করেছেন। আর স্কুল শিক্ষার্থীদের জন্য খেলাধুলা সামগ্রী উপহার দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

এ ছাড়া রসুল্লাবাদ  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র এজিএস অ্যাডভোকেট এ কে এম সালাউদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য খন্দকার মাহবুবুর রহমান শাহিন, আতিকুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত  ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী জাফর ইকবাল এবং সার্বিক পরিকল্পনায় ছিলেন সাবেক শিক্ষার্থী ও এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ।