যে পাঁচ বই কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করবে

Looks like you've blocked notifications!
ছবি- ফ্রিপিক

আজকের বিশ্বে, কর্মক্ষেত্র একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । কর্মজীবনে সাফল্য অর্জন করা এখন একটি কষ্টসাধ্য ব্যাপার। আপনার উৎপাদনশীলতা কমাতে-বাড়াতে হবে। সামগ্রিকভাবে কর্মদক্ষতা বাড়াতে হবে। কর্মজীবনে সাফল্যের দেখা পেতে কিছু বই আপনাকে সাহায্য করতে পারে। প্রতিটি বই মূল্যবান অন্তর্দৃষ্টি এবং কার্যকর পরামর্শ সরবরাহ করে। পেশাদার সাফল্যের জন্য এই বইগুলো পড়া অপরিহার্য।

জেমস ক্লিয়ারের ‘এটমিক হ্যাবিটস’

জেমস ক্লিয়ারের ‘এটমিক হ্যাবিটস’ বিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি বই। এই বই ইতিবাচক অভ্যাস তৈরি করতে সাহায্য করে। খারাপ অভ্যাসগুলো দূর করার জন্য কিছু ব্যবহারিক কৌশল সরবরাহ করেছে এই বই। ক্লিয়ারের দৃষ্টিভঙ্গি ক্রমবর্ধমান পরিবর্তনের ওপর কেন্দ্রীভূত। যা সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারে। তার এ সব দৃষ্টিভঙ্গি কর্মজীবনে উন্নতি লাভ করার মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে। আপনার উত্পাদনশীলতা এবং সাফল্যকে চালিত করবে।

ড্যানিয়েল এইচ পিঙ্কের ‘হোয়েন: দ্য সায়েন্টিফিক সিক্রেটস অব পারফেক্ট টাইমিং’

এই বইটি আপনার সিদ্ধান্ত গ্রহণ, উত্পাদনশীলতা এবং সামগ্রিক সাফল্যকে প্রভাবিত করবে। কিভাবে সময়ের শক্তির ব্যবহার করবেন সে সম্পর্কে লেখক এই বইতে তার অন্তর্দৃষ্টি সরবরাহ করেছেন। কর্মক্ষেত্রে কিভাবে আপনার কাজ মোকাবেলা করবেন সে ব্যাপারে ধারণা দেবে।

মর্টেন টি হ্যানসেনের ‘গ্রেট অ্যাট ওয়ার্ক’

শীর্ষ পারফর্মারদের সাতটি স্মার্ট কাজের অনুশীলন নিয়ে বইটি লেখা হয়েছে। আপনার ক্যারিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কার্যকর পদক্ষেপের রূপরেখা দেবে এই বইটি। এই বইটি মূলত একটি গাইড। যা আপনার কাজের উপস্থাপনাকে স্মার্ট করে তুলতে সাহায্য করবে।

জোসেলিন কে গ্লি-এর ‘ম্যাক্সিমাইজ ইউর পোটেনশিয়াল’

জোসেলিন কে গ্লির এই বইটি চিন্তাবিদদের অন্তর্দৃষ্টি সরবরাহ করে। এটি সৃজনশীলতা, উত্পাদনশীলতা এবং ক্যারিয়ারের বিকাশ ঘটাতে সাহায্য করে। যা আপনাকে আপনার কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে সহায়তা করবে।

শেরিল স্যান্ডবার্গের ‘লিন ইন’

শেরিল স্যান্ডবার্গের ‘লিন ইন’ কর্মক্ষেত্রে নারীরা যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা নিয়ে আলোচনা করেছেন।  লিঙ্গ সমতা মেনে কীভাবে ক্যারিয়ারের সাফল্য অর্জন করা যায় সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন। এই বইটি শুধুমাত্র নারীদের জন্যই নয়। ন্যায়সঙ্গত কাজের পরিবেশ গড়ে তুলতে আগ্রহী যে কোনও ব্যক্তির জন্য এই বইটি উপযুক্ত। নেতৃত্ব এবং ক্যারিয়ারের অগ্রগতি সম্পর্কে স্যান্ডবার্গের অন্তর্দৃষ্টি সর্বজনীনভাবে প্রযোজ্য।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া