মানসিক স্বাস্থ্য খারাপ হলেই পাগল নয় : বিএসএমএমইউ উপাচার্য

Looks like you've blocked notifications!
বিএসএমএমইউ উপাচার্য শারফুদ্দিন আহমেদ। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘মানসিক স্বাস্থ্য খারাপ মানেই পাগল নয়।’ আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিএসএমএমইউর শেখ রাসেল ফোয়ারার সামনে থেকে ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন অধিকার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা বের করে মনোরোগবিদ্যা বিভাগ।  

শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল উদ্দেশে জনগণকে সচেতন করা। মনে রাখতে হবে, নো হেলথ ইউথ আউট মেন্টাল হেলথ। আমাদের পাঁচটি মৌলিক অধিকারের সঙ্গে মানসিক স্বাস্থ্যও অন্যতম।’

উপাচার্য বলেন, ‘মানুষের শরীরের যেমন বিশ্রাম দরকার, তেমনি মানুষের হৃদয় ও মনের বিশ্রাম দরকার আছে। হৃদয়ে সুখ না থাকলে ও মন খারাপ থাকলে শরীরও খারাপ থাকে। শরীর খারাপ থাকলে মানুষ কাজ করতে পারবে না। এতে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে। তাই দেশের অর্থনৈতিক ক্ষতি রোধ করতে শরীর ও মনের সুস্থতা জরুরি।’

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহাজাবিন মোরশেদ, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পসমূহের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, আবাসিক চিকিৎসক (আরপি) সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদসহ মনোরোগবিদ্যা বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা অংশ নেন।