দুপক্ষের সংঘর্ষের পর ছাত্রলীগের যবিপ্রবি কমিটি স্থগিত

Looks like you've blocked notifications!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এনটিভির ফাইল ছবি

দুপক্ষের সংঘর্ষের পর ছাত্রলীগের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কমিটি স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্তে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হলো। একইসঙ্গে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে শনিবার বিকেলে যবিপ্রবি ক্যাম্পাসে উন্নয়ন ও শান্তি সমাবেশ করে ছাত্রলীগের একাংশ। সমাবেশের পর এক পক্ষ আরেক পক্ষের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে যবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আল মামুন সিমন ও ছাত্রলীগকর্মী আশরাফুল আলম আহত হন। এ ঘটনার পরপরই কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে ছাত্রলীগের যবিপ্রবি কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।