সাত কলেজে সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষায় সূচি পরিবর্তন

Looks like you've blocked notifications!
সাত কলেজের লোগো। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে ২০২২ সালের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষায় সময়সূচিতে পরিবর্তন এসেছে। আজ সোমবার (১৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত সাত কলেজের ২০২২ সালের সম্মান তৃতীয় বর্ষের ১৭ অক্টোবরের পরীক্ষাটি পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে বেলা ২টায় অনুষ্ঠিত হবে। আর ৩১ অক্টোবরের পরীক্ষটি হবে দুপুর দেড়টায়। অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।