এফসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

Looks like you've blocked notifications!

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) জানুয়ারি ২০২৪–এর এফসিপিএস বিভিন্ন কোর্সের পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন উপলক্ষে এই ফি জমা দেওয়া যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। 

বিসিপিএস গতকাল রোববার (১৫ অক্টোবর) এক নোটিশে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘জানুয়ারি ২০২৪ অনুষ্ঠেয় এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিডটার্ম, প্রিলিমিনারি এফসিপিএস, এফসিপিএস (ফাইনাল) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন এবং পরীক্ষা ফি জমা দেওয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে ওয়েবসাইটে অনলাইনে ফরম পূরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন আবেদন বাধ্যতামূলক।

এদিকে, এফসিপিএস পার্ট-১-এর নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষা ফি ১১ হাজার টাকা এবং পুরোনো প্রার্থীদের ১০ হাজার টাকা। এফসিপিএস পার্ট-১ (অতিরিক্ত বিষয় এবং বিষয় পরিবর্তন) প্রার্থীদের জন্য ১১ হাজার টাকা। প্রিলিমিনারি এফসিপিএসের নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরোনোদের জন্য ১২ হাজার টাকা। এফসিপিএস মিডটার্মের (যারা পাঁচ বছরের কম ফেলোশিপ করেছেন এবং জানুয়ারি ২০২০–এ এফসিপিএস পার্ট-১ শেষ করেছেন কিংবা পরে এফসিপিএস পার্ট-১ শেষ করবেন) নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরোনোদের জন্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।