রাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ আল খতীব। ছবি : ফেসবুক থেকে সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ফুয়াদ আল খতীব নামে এক শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুয়াদ আল খতীব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।

সহপাঠী ও হলের শিক্ষার্থীরা জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি থেকে গতকাল রাত ৩টার দিকে হলে আসেন ফুয়াদ৷ পরে আজ বিকেল ৩টা পর্যন্ত তাঁকে মুঠোফোনে না পেয়ে সহপাঠীরা তাঁর কক্ষে আসেন। এ সময় তাঁকে অচেতন অবস্থায় দেখে হল প্রশাসনের সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এনামুল ইসলাম বলেন, দুপুরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি৷ তবে হাসপাতালে নেওয়ার তিন-চার ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।