রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ, কঠোর অবস্থানে প্রশাসন

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ মার্চ। পরীক্ষা চলবে ৭ মার্চ পর্যন্ত। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। তবে ভর্তি পরীক্ষায় সব ধরনের জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। এ ছাড়া গত বছরের ন্যায় এবারের ভর্তি পরীক্ষাতেও দ্বিতীয় বার অংশ নেওয়ার সুযোগ পাবে ভর্তিচ্ছুরা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বাভাবিক ও বিধিসম্মত উপায়ে অনুষ্ঠিত হবে। ভর্তি জালিয়াতিতে যারা জড়িত আমরা তাদের চিহ্নিত করেছি। এ বছর আরও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জালিয়াতচক্র ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন উপ-উপাচার্য। 

২০২২-২৩ শিক্ষাবর্ষে তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছিল মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছিল ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী গত বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করে ৪৫ জন ভর্তিচ্ছু।