রাবির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের নির্মাণাধীন অডিটোরিয়াম ভবনের ছাদ ধসে পড়ে। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের নির্মাণাধীন অডিটোরিয়াম ভবনের ছাদ ধসে পড়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। ধসে যাওয়া ছাদের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা৷

প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের ৩০ ফুট উচ্চতার একটি অডিটোরিয়াম ভবন নির্মাণের কাজ চলছিল। গতকাল সেটির ছাদ ঢালাই সম্পন্ন হয়। হঠাৎ আজ দুপুরে ওই অডিটোরিয়ামের ছাদ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন কর্মরত শ্রমিকরা চাপা পড়েন।  

এ বিষয়ে জানতে চাইলে শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আবু বক্কর এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল (সোমবার) হলের অডিটোরিয়ামের ছাদের ঢালাই ছিল। হয়তো সেখানে কোনো ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।’

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক খন্দকার শাহরিয়ার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি রাজশাহীর বাইরে আছি। তবে, নির্মাণাধীন হলের একটা অডিটোরিয়ামের কাজ চলছিল, সেটার শার্টারিং ধসে পড়ে। এতে প্রায় ১০ জন শ্রমিক আহত হয়েছে বলে শুনেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনা শুনে তাৎক্ষণিক কামারুজ্জামান হলে আসি। এখন পর্যন্ত ১০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আরও কিছু শ্রমিক চাপা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। আহতদের মধ্যে তিনজনকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’