চবিতে টানা চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি চলছে

Looks like you've blocked notifications!
চবি শিক্ষকদের কর্মবিরতিতে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ‍্যে সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে গণসংযোগ কর্মসূচি। ছবি : এনটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আকতার ও উপ-উপাচার্য বেনু কুমার দের পদত্যাগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি চলছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষকদের অভিযোগ, উপাচার্য, উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটবিহীন নিজেদের খেয়াল খুশিমতো সিন্ধান্ত গ্রহণ করছেন। পরিকল্পনা কমিটির সিন্ধান্তকে পাশ কাটিয়ে বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটে ব্যাপক শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এ ক্ষেত্রে অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রয়োজন নেই এমন বিভাগেও শিক্ষক নিয়োগে নানা কৌশল অবলম্বন করা হচ্ছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক জানান, গত তিন দিনের কর্মবিরতি চলার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৯০ শতাংশের বেশি শিক্ষক কোনো ক্লাশ নেননি। প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্বরত ও প্রশাসন থেকে নানা ধরনের সুবিধাভোগী কিছু শিক্ষক এই কর্মসূচি চলাকালেও ক্লাশ নিয়েছেন।

শিক্ষকদের আনা নানা অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আকতার।