৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাল

Looks like you've blocked notifications!
সরকারি কর্ম কমিশনের ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে আগামী ২৬ এপ্রিল হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেয় তারা।

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন নির্ধারণ করা হয়েছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে, সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।

পিএসসি সূত্র জানায়,  আগামী ৯ মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল। নির্বাচনের কারণে পেছানো হয়েছে। পরীক্ষা আগামী ২৬ এপ্রিল হবে। এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে সভায়।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।