রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়। এনটিভির ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিজ্ঞান ও অবিজ্ঞান শাখা থেকে যথাক্রমে ৩৭ দশমিক ৭ শতাংশ ও ৭৬ দশমিক ৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। 

আজ সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

প্রকাশিত ফল অনুযায়ী, ‘সি’ ইউনিটে বিজ্ঞান অনুষদ থেকে পরিক্ষার্থী ছিল মোট ৭৪ হাজার ৫৭৭ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৩ হাজার ৪৫৮ জন। পরীক্ষায় পাস করেছে ২৮ হাজার ৯১ জন। ফেল করেছে ৩২ হাজার ৬৫৮ জন। অন্যদিকে অবিজ্ঞান থেকে মোট পরিক্ষার্থী ছিল এক হাজার ৭৭৮ জন। অনুপস্থিত ছিল ৮১ জন। পাস করেছে এক হাজর  ৩৬৮ জন।

গত ৫ মার্চ সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন রয়েছে এক হাজার ৫৯৪টি। এবার কোটাসহ মোট ৭৬ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮২ দশমিক ১২ শতাংশ।

ভর্তি পরীক্ষার ফলাফল ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (https://application.ru.ac.bd/) থেকে পাওয়া যাবে।