ভর্তি কার্যক্রম কবে শুরু, জানাল ঢাবি প্রশাসন 

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩টা থেকে ২৫ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের নোটিশ দেখতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয় পছন্দক্রম অনলাইনে দেওয়ার সুবিধার্থে আগামী ১ এপ্রিল থেকে শিক্ষার্থীরা তাদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। 

উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে কোটার ফরম সংশ্লিষ্ট অনুষদের ডিনের অফিস থেকে সংগ্রহ এবং যথাযথভাবে তা পূরণ করে ডাউনলোডকৃত বিষয় পছন্দক্রমের কপিসহ ওই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ডিনের অফিসে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিনের অফিসে এক হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালীন আবেদন করতে হবে।