তৃতীয় দিনে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

Looks like you've blocked notifications!
বুয়েটে আজ রোববার শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি দেখা যায়নি। ছবি : এনটিভি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মধ্যরাতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশ নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন তৃতীয় দিন আজ রোববার (৩১ মার্চ) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, ‘আমাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল (শনিবার) বিকাল ৪টায় ভিসি স্যারের সঙ্গে আমাদের দেখা হয়েছে। স্যার সব দাবি মেনে নিতে সম্মত হয়েছেন।’

ওই শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজও ভিসি স্যারের সঙ্গে একদফা মিটিং আছে। মিটিং শেষে সামগ্রিক একটা ব্রিফিং হতে পারে। তবে সেটা এখনও ঠিক হয়নি।’

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দিনের আন্দোলনে সমাপ্তি টেনে রোববার সকাল ৮টা থেকে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। আজ সকাল থেকেই বুয়েট এলাকায় কড়া পুলিশি পাহারা দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশদ্বারে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে, বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি করতে চায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এ দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টা থেকে সমাবেশ করছে ছাত্র সংগঠনটি। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আজ আন্দোলনে নামতে দেখা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাত ১টার দিকে ছাত্রলীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা তাদের রাজনৈতিক কর্মী বহর নিয়ে মূল গেট দিয়ে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি প্রতিরোধে আন্দোলনে নামে বুয়েট শিক্ষার্থীরা। এ ঘটনায় ইতোমধ্যে ২১তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রহিমের হলের সিট বাতিল করেছে বুয়েট প্রশাসন।