ছুটি কমে ৬৪ দিন, ২০২৬ সালে যেসব তারিখে বন্ধ থাকবে স্কুল
২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৮ ডিসেম্বর) প্রকাশিত ক্যালেন্ডারে আগের বছরের তুলনায় ছুটি কমানো হয়েছে।
ক্যালেন্ডার অনুসারে, ২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠান ৬৪ দিন বন্ধ থাকবে, যা আগের বছরের তুলনায় ১২ দিন কম। ২০২৫ সালে মোট ছুটির দিন ছিল ৭৬টি।
রোববার জারি করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান মাসের প্রায় অর্ধেক সময় স্কুল খোলা থাকবে। নতুন বছরে প্রধান ছুটির মধ্যে রয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১৯ দিনের ছুটি। এ ছাড়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষেও স্কুল বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির জন্য ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন, দুর্গাপূজার জন্য ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং শীতকালীন ছুটি ও বড়দিনের জন্য ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে।
আরও পড়ুন : ২০২৬ সালে সরকারি ছুটি যেসব তারিখে
প্রজ্ঞাপনে দেওয়া সময়সূচি অনুসারে, অর্ধ-বার্ষিক বা প্রাক নির্বাচনি পরীক্ষা ২৬ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ২৯ জুলাই ফলাফল প্রকাশিত হবে। নির্বাচনি পরীক্ষা ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ফলাফল ১৮ নভেম্বর প্রকাশিত হবে। বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এবং ফলাফল ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন শিক্ষাবর্ষ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
২০২৬ সালে সরকারি ছুটি যেসব তারিখে

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)