কুমিল্লা সিটি নির্বাচন : প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী-নেতাকর্মীরা
কুমিল্লা সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার ষষ্ঠ দিনে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। আজ বুধবার সকাল থেকেই নগরজুড়ে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মী ও সমর্থকেরাও।
আজ দুপুর ১২টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর রেসকোর্স এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাত গণসংযোগে আসেন। তিনি বিপণী বিতান ইস্টার্ন প্লাজায় গণসংযোগ করেন। তিনি নৌকার পক্ষে ভোট চান। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন তিনি। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে পুলিশলাইন ও ঝাউতলা এলাকায় গণসংযোগ করেন।
এদিকে, কর্মীদের নিয়ে নগরীর স্টেশন রোড ও শাসনগাছা এলাকায় প্রচারণা চালান ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এ সময় তাঁর সমর্থকেরা ঘোড়া প্রতীকে ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ছেঁড়া ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
অন্যদিকে, নগরীর ২৭ নম্বর ওয়ার্ড কোটবাড়ী এলাকায় জোর প্রচারণা চালান আরেক স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। টেবিল ঘড়ি মার্কায় ভোট দিতে ভোটারদের দ্বারে দ্বারে ঘোরেন। সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘গত দুই দফায় মেয়র হিসেবে কুমিল্লা সিটি করপোরেশনে নগরবাসীকে সেবা প্রদান করেছি।’ তিনি বলেন, এবারও তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি চলমান অসমাপ্ত কাজ সম্পন্নসহ নাগরিক সব সুযোগ-সুবিধা বৃদ্ধি করবেন। আগামী ১৫ জুন হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন।