জুড়ীতে ঘোড়া প্রতীকের জয়জয়কার
 
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচটি ঘোড়া প্রতীকের চারটিই বিজয়ী হয়েছে।
এ উপজেলার জায়ফরনগর ইউনিয়নে ঘোড়া প্রতীকে হাজি মাসুম রেজা, পশ্চিমজুড়িতে ঘোড়া প্রতীকের আনফর আলী, পূর্বজুড়ি ইউনিয়নে ওবায়দুল ইসলাম রুয়েল (ঘোড়া), গোয়ালবাড়ি ইউনিয়নে আব্দুল কায়ুম (ঘোড়া) এবং সাগরনাল ইউনিয়নে আব্দুন নুর মাস্টার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

 
                   এস এম উমেদ আলী, মৌলভীবাজার
                                                  এস এম উমেদ আলী, মৌলভীবাজার
               
 
 
 
