পবা ও মোহনপুরে জিতলেন যারা
রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নয়জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পবার হরিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বজলে রেজবি আল হাসান মুঞ্জিল।
নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে নৌকা প্রতীকে পবা উপজেলায় বিজয়ীরা হলেন হুজুরীপাড়া ইউনিয়নের গোলাম মোস্তফা, দামকুড়া ইউনিয়নে রফিকুল ইসলাম ও বড়গাছী ইউনিয়নে শাহাদত হোসাইন সাগর। পবা উপজেলায় স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহীরা হলেন দর্শনপাড়া ইউনিয়নে শাহাদত হোসেন সাব্বির ও পারিলা ইউনিয়নে সাঈদ আলী মোরশেদ। আর হড়গ্রাম ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে বিজয়ী হয়েছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ।
এর আগেই হরিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রেজবি আল হাসান মুঞ্জিল।
এদিকে, মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়নের সবকটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরা হলেন মৌগাছি ইউনিয়নে আল আমিন বিশ্বাস, ধুরইল ইউনিয়নে দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউনিয়নে বাবুল হোসেন, ঘাষিগ্রাম ইউনিয়নে আজহারুল ইসলাম, বাকশিমইল ইউনিয়নে আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নে হযরত আলী।