রাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানির ফিল্টার স্থাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে পানির ফিল্টার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু)। আজ রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টেডিয়াম এবং ছেলে ও মেয়েদের উভয় জিমনেসিয়ামে এসব ফিল্টার স্থাপন করা হয়।
এর আগে, রাকসু ও হল সংসদের যৌথ উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলেও পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব পাবলিক প্লেসে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার পরিকল্পনার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রাকসুর মিডিয়া সম্পাদক মুজাহিদ ইসলাম জানান, ইতোমধ্যে অধিকাংশ হলে ফিল্টার স্থাপন সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ স্টেডিয়াম ও জিমনেসিয়ামগুলোতে ফিল্টার দেওয়া হলো। শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করতে সবকটি জনসমাগমস্থলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাকসুর সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ মো. নূন বলেন, ক্রীড়াঙ্গন ও জিমনেসিয়ামে খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীদের জন্য আজ মোট তিনটি ফিল্টার স্থাপন করা হয়েছে। ধীরে ধীরে ক্যাম্পাসের সকল একাডেমিক ভবনগুলোতেও বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের জন্য কাজ করছে ছাত্র সংসদ।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়