শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের প্রচার-প্রচারণার সময়সীমা ক্রমেই শেষ হয়ে আসছে। তাই শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম গাজীপুর। আগামী ২৫ মে বৃহস্পতিবার ভোটগ্রহণ। তাই আগামীকাল মঙ্গলবার ২৩ মে দিনগত মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণার সময়।
কে হতে যাচ্ছেন জিসিসি মেয়র, তা নিয়ে রীতিমতো সরগরম হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকান। সর্বত্রই চলছে নির্বাচনি চুলচেড়া বিশ্লেষণ। চলছে ভোটের হিসাব-নিকাশও। তাই প্রার্থীরাও বসে নেই, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জিসিসিকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। অন্যদিকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটের সুষ্ঠু পরিবেশ চেয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুনসহ অন্য মেয়র পদপ্রার্থীরা। বসে নেই কাউন্সিলর পদপ্রার্থীরাও। তাঁরাও দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সবারই একটাই উদ্দেশ্য-নির্বাচনে জয়ী হওয়া। তাই নানা কৌশলে ভোটারদের সমর্থন ও ভোটের প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছেন তাঁরা।
কেন্দ্রীয় সিদ্ধান্তে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় দলটির কর্মী-সমর্থকদের সমর্থন আদায় এবং তাদের ভোটকেন্দ্রে এনে ভোট আদায়ের চেষ্টা করছেন অনেক প্রার্থী।
এদিকে জিসিসি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির জন্য সরকার ও নির্বাচন কমিশনকে বলতে কয়েকটি দূতাবাসে চিঠি দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন।
চিঠিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশি কূটনীতিকদের অনুরোধ জানানো হয়েছে।