শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের প্রচার-প্রচারণার সময়সীমা ক্রমেই শেষ হয়ে আসছে। তাই শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম গাজীপুর। আগামী ২৫ মে বৃহস্পতিবার ভোটগ্রহণ। তাই আগামীকাল মঙ্গলবার ২৩ মে দিনগত মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার-প্রচারণার সময়।
কে হতে যাচ্ছেন জিসিসি মেয়র, তা নিয়ে রীতিমতো সরগরম হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকান। সর্বত্রই চলছে নির্বাচনি চুলচেড়া বিশ্লেষণ। চলছে ভোটের হিসাব-নিকাশও। তাই প্রার্থীরাও বসে নেই, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জিসিসিকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। অন্যদিকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটের সুষ্ঠু পরিবেশ চেয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুনসহ অন্য মেয়র পদপ্রার্থীরা। বসে নেই কাউন্সিলর পদপ্রার্থীরাও। তাঁরাও দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের সবারই একটাই উদ্দেশ্য-নির্বাচনে জয়ী হওয়া। তাই নানা কৌশলে ভোটারদের সমর্থন ও ভোটের প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছেন তাঁরা।
কেন্দ্রীয় সিদ্ধান্তে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় দলটির কর্মী-সমর্থকদের সমর্থন আদায় এবং তাদের ভোটকেন্দ্রে এনে ভোট আদায়ের চেষ্টা করছেন অনেক প্রার্থী।
এদিকে জিসিসি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির জন্য সরকার ও নির্বাচন কমিশনকে বলতে কয়েকটি দূতাবাসে চিঠি দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/05/22/gazipur_gcc_election_in.jpg)
চিঠিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশি কূটনীতিকদের অনুরোধ জানানো হয়েছে।