নাজিরারটেকে শুঁটকি তৈরির ধুম
দেশের বৃহত্তম শুঁটকি পল্লী নাজিরারটেক। কক্সবাজার শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিতি এই এটি। এখানে বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করা ছোট-বড় ২০ থেকে ২৫ প্রজাতির মাছ বাঁশের মাচায় বিছিয়ে রোদে শুকিয়ে শুঁটকিতে পরিণত করা হয়। এই শুঁটকি পল্লীতে এখন পুরোদমে চলছে শুঁটকি উৎপাদনের কাজ। এই শুঁটকি পল্লীতে খুচরা ও কেজি হিসেবে শুঁটকি কিছুটা সুলভমূল্যে কেনা যায়। এখানকার শুঁটকির সুনাম দেশব্যাপী। এখানকার শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। কক্সবাজারের অন্য যে কোনো শুঁটকি বাজারের তুলনায় এখানে কিছুটা সস্তায় শুঁটকি পাওয়া। ছবি : মোহাম্মদ ইব্রাহিম
১ / ১৪
২ / ১৪
৩ / ১৪
৪ / ১৪
৫ / ১৪
৬ / ১৪
৭ / ১৪
৮ / ১৪
৯ / ১৪
১০ / ১৪
১১ / ১৪
১২ / ১৪
১৩ / ১৪
১৪ / ১৪
