গৌরীর সঙ্গে প্রেম করছেন আমির খান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/23/aamir_khan_3.jpg)
নতুন প্রেম খুঁজে পেয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ দিন পরে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। তবে তাঁর এই নতুন প্রেমিকা ইন্ডাস্ট্রির কেউ নন, থাকেন বেঙ্গালুরুতে।
ভারতীয় গণমাধ্যমগুলো এখন দাবি করছে, বেঙ্গালুরু নিবাসী সেই নারীর নাম গৌরী। সম্প্রতি নাকি সেই নারীকে নিজের পরিবারের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন অভিনেতা। এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন আমির খান। তার ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে এই সম্পর্ক নিয়ে।
তাই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে গৌরীও কি পেশাগতভাবে কোনোভাবে বলিউডের সঙ্গে যুক্ত?
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এখন পর্যন্ত বলিউডের সঙ্গে কোনো যোগাযোগ নেই গৌরীর। তবে দক্ষিণী চলচ্চিত্র জগতের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা, তা এখনো প্রকাশ্যে আসেনি। তাই অনুরাগীদের মধ্যে গৌরীর পেশা নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের দুই সন্তান রয়েছেন জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা। এরপর আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তারই সহপরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তারা। সে সম্পর্কও টেকেনি বেশি দিন।
২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেন তারা। আমির ও কিরণের এক পুত্র রয়েছে। তার নাম আজাদ রাও খান।