সুনামগঞ্জে ভোট দিলেন দুই ‘মৃত’ প্রার্থী!
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দুই ‘মৃত’ প্রার্থী ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তকিপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই দুই প্রার্থী হলেন ছাতক উপজেলার দিঘলী ব্রাহ্মণগাঁও গ্রামের মো. কমর আলী (৪৩) ও আলী আহমদ (৩৯) তারা একই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমর আলীর তালা মার্কা ও আলী আহমদ ফুটবল প্রতীকে লড়ছেন।
ওয়ার্ড সদস্য পদপ্রার্থী কমর আলী জানান, নির্বাচনের প্রার্থী হতে আবেদন করতে গেলে উপজেলা নির্বাচন অফিস জানান তারা মৃত। তাই নির্বাচনে অংশ নিতে পারবেন না। পরে বিষয়টি নিয়ে জেলা নির্বাচন অফিসে গেলে তাদের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে প্রার্থী হতে পারেন। তারা মৃত নন জীবিত হিসেবে তালিকাভুক্ত করা হয়। তবে এজন্য অনেক কষ্ট করতে হয়েছে। তবে আজকে নির্বাচনের দিন প্রার্থী হয়ে অবশেষে ভোটার তালিকায় মৃত হয়েও ভোটও অবেশেষে ভোট দিতে পেরেছেন।
ভবিষ্যতে তালিকায় জীবিত থাকলে আবারও নির্বাচন করার কাথা জানান কমর আলী।
অপর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী আলী আহমদ জানান, মৃত থেকে জীবিত হয়েছি। নির্বাচন করারও সুযোগ পেয়েছি। তবে সকালে ভোট দিতে এলে আমাদের ভোট দিতে দেয়নি। পরে আমরা বিষয়টি প্রিজাইডিং অফিসারকে জানালে তিনি উপরে কথা বলে আমাদের ভোট দিতে দিয়েছেন। তাও দুই ঘণ্টা পরে।
আলী আহমদ আরও জানান, মৃত থেকে জীবিত হয়ে একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে ভোট দিয়েছি এটাই আনন্দের। তবে আমাদের দুজনের মধ্যে যেই জয়ী হই বা পরাজিত হই আমরা হাসিমুখে মেনে নিব।’
তকীপুর হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দুলাল মিয়া জানান, কমর আলী ও আলী আহমদের নাম ভোটার তালিকায় না থাকায় ভোট দিতে দেওয়া হয়নি। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি হোয়াটসঅ্যাপে তাদের তালিকায় নামসহ পাঠালে আমরা ভোট দিতে দেই। তবে আগের তালিকা নাম না থাকায় কিছুটা জটিলতার সৃষ্টি হয়। পরে নতুন তালিকায় তাদের নাম নিশ্চিত হয়ে আমরা ভোট দিতে দিয়েছি।’