বেলজিয়ামের কুমড়া ‘স্বাভাবিক’ আকারের কুমড়া নয়। একেকটির ওজন ৪০০ থেকে ১০০০ কেজি! এতো বড় কুমড়ার ফলন এত বেশি যে খেয়ে কুলানো যাচ্ছিল না। প্রচুর অপচয় হচ্ছিল। অপচয় রোধের দারুণ এক উপায় বের করেছে বেলজিয়ামের মানুষ। কুমড়াই হয়ে গেছে নৌকা আর সেই নৌকায় চলছে অভিনব এক প্রতিযোগিতা। ছবি : ডয়চে ভেলে