দুই সিটিতে মেয়রের লড়াইয়ে এগিয়ে নৌকা, প্রতিদ্বন্দ্বিতায় লাঙ্গল

Looks like you've blocked notifications!

সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার (২১ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টায় শেষ হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (এভিএমে) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

সিলেটে মোট কেন্দ্র রয়েছে ১৯০টি এবং রাজশাহীতে রয়েছে ১৫৫টি। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দুই সিটিতেই এগিয়ে রয়েছে নৌকা প্রতীকের প্রার্থী। দুই সিটিতেই নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। 

সন্ধ্যা ৭টা ১৫ পর্যন্ত প্রাপ্ত ফলাফল : রাজশাহীতে ৯৬ কেন্দ্রে নৌকা পেয়েছে ৯৬,৬২০ ভোট, লাঙ্গল ৬,২৭৪ ভোট; সিলেটে ১৭৬ কেন্দ্রে নৌকা পেয়েছে ১,০৯,১৯৬ ভোট, লাঙ্গল ৪৮,১১৪ ভোট