কে কোন আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করে দলটি।
এদিন শেখ হাসিনা দলের কার্যালয়ে উপস্থিত থাকলেও তার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি মো. শহীদুল্লাহ খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য কামরুজ্জামান তালুকদার চঞ্চল প্রমুখ।
মনোনয়নপত্র বিক্রি শুরুর পর এখন পর্যন্ত ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০টি, সিলেট বিভাগে ১১টি, ময়মনসিংহ বিভাগে ১৫টি, বরিশাল বিভাগে ১১টি, খুলনা বিভাগে ২২টি, রংপুর বিভাগে ১৭টি ও রাজশাহী বিভাগে ২৩টি দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
এগুলোর মধ্যে নোয়াখালী-৫ আসনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এছাড়া চাঁদপুর-৩ আসনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনে সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-৫ আসনে সাবেক কার্যনির্বাহী রিয়াজুল কবির কাওছার, নেত্রকোনা-৪ আসনে সাজ্জাদুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুস সামাদ ডন, নেত্রকোনা-২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আসনে আহসান খান টুটুল, কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসনে বাহাদুপর বেপারী, শরীয়তপুর-১ আসনে আব্দুল আলীম ব্যাপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপাল দত্ত, জয়পুরহাট সদর-১ আসনে অ্যাডভোকেট সামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাহফুজ চৌধুরী ও গোলাম মাফুজ চৌধুরী (অব.), পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, ভোলা-৪ আসনে বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, চাঁদপুর-৫ আসনে মোহাম্মদ হোসেন, ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ভোলা-১ আসনে হেমায়েত উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নেতাকর্মীদের অত্যধিক চাপের কারণে বর্তমানে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম স্থগিত রয়েছে। আজ বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।