এনসিপির মনোনয়ন কিনলেন স্যালুট দেওয়া সেই রিকশাচালক
জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে আলোড়ন তোলা সেই রিকশাচালক সুজন জাতীয় নাগরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন কিনেছেন।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এনসিপির যুগ্ম সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার-৮ আসনের মনোনয়ন ফরম কিনেছেন সুজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। এ জন্য আমি ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে এই আসনে (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ড. হেলাল উদ্দিন। ওসমান হাদীও এই আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক