চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা ও গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন দুই ব্রিটিশ আইনজীবী
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ-আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার (বিশেষ উপদেষ্টা) এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসপারসন) হিসেবে নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।
এক বছরের জন্য তাদেরকে নিয়োগ (অবৈতনিক) প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায় নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছে।

নিজস্ব প্রতিবেদক