ডাকসু নেত্রীর বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ময়মনসিংহ শহরের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজনদের আসামি করে মামলা করা হয়েছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানো হয়েছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই নিভে গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, সেখানে গিয়ে বাসার গেটে আগুন দেওয়ার চিহ্ন দেখা গেছে। গেটের নিচে পেপারে আগুন ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ওই বাড়িতে রাফিয়ার মা ও ভাই বসবাস করেন। এ ঘটনায় রাফিয়ার ভাই কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
এ বিষয়ে একটি মামলা হয়েছে সন্দেহভাজন আসামিদের আমরা খুঁজছি। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

আইয়ুব আলী, ময়মনসিংহ