নির্বাচন শতভাগ স্বচ্ছ হচ্ছে না : ছাত্রদল সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শতভাগ সুষ্ঠু হচ্ছে না বলে অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নির্বাচন শতভাগ স্বচ্ছ হচ্ছে না, এখানে বেশকিছু অস্বচ্ছ প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করেছি। এ বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল কেন্দ্রে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন ছাত্রদল সভাপতি।
রকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ববাবর আমরা বারবার আবেদন জানিয়েছি, এক নম্বর এজেন্ডা দিয়ে আপনারা নির্বাচনের রূপরেখা প্রকাশ করেন, কিন্তু সেটি তারা করল না। আমরা লিখিতভাবে জানিয়েছি, বিষয়টি বাস্তবায়নের জন্য, তবুও তা হয়নি।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ইতোমধ্যে বেশ কিছু ঘটনা মিডিয়ার সামনে এসেছে। শিক্ষার্থীরা স্বচ্ছতা নিয়ে অভিযোগ করেছে।