নির্বাচনের পর্যবেক্ষক হতে চার বিদেশি সংস্থার আবেদন

Looks like you've blocked notifications!
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ফাইল ছবি এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হতে চারটি বিদেশি সংস্থা আবেদন করেছে। যার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। আজ শনিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘নির্বাচনের পর্যবেক্ষক হতে ইইউসহ চারটি বিদেশি সংস্থা আবেদন করেছে। ১২টি দেশের সাংবাদিক আবেদন করেছে। আবেদন করা যাবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।’