লক্ষ্মীপুরে ৪ সংসদীয় আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুরের চারটি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে গোলাম ফারুক পিংকু ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ফরিদুন্নাহার লাইলীর নাম ঘোষণা করা হয়েছে।
আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
নুরউদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আসনটির সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি রয়েছেন। এতে ২০২১ সালের ২১ এপ্রিল আসটিতে উপনির্বাচনে নয়ন সংসদ সদস্য নির্বাচিত হন।
গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। আসনটির সাবেক সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল বার্ধক্যজনিত কারণে মারা যান। এতে গত ৫ নভেম্বর উপনির্বাচনে নৌকা মার্কা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন পিংকু।
ফরিদুন্নাহার লাইলী লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক।