জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নগদ টাকা বেড়েছে
পাঁচ বছরের ব্যবধানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও স্ত্রীর নগদ টাকা ও ব্যাংকে জমার পরিমাণ বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ঢাকা-১৭ আসনের প্রার্থী জিএম কাদেরর নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
২০১৮ সালের নির্বাচনি হলফনামায় জি এম কাদের উল্লেখ করেছিলেন, তার কাছে নগদ ছিল ১৪ লাখ ৪৭ হাজার টাকা। এবারের হলফনামায় তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। একই সঙ্গে তার স্ত্রীর পাঁচ বছর আগে নগদ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা। এখন আছে ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জি এম কাদেরের জমা ছিল ১৩ লাখ দুই হাজার ৪৩৫ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা। ২০১৮ সালে তার স্ত্রীর ছিল চার লাখ ৭২ হাজার ৫৮২ টাকা। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা।
এবারের হলফনামার তথ্যানুযায়ী জিএম কাদেরের স্বর্ণ রয়েছে ১১ তোলা। যার মূল্য এক লাখ ২০ হাজার টাকা। একইসঙ্গে তার স্ত্রীর ১০ তোলা স্বর্ণ রয়েছে। যার মূল্য ৪৫ হাজার টাকা। গতবারের নির্বাচনেও তাদের কাছে একই পরিমাণ স্বর্ণ ছিল।