প্রার্থিতা ফিরে পেয়ে নাসিরুল বললেন, ‘চুন্নুর সঙ্গে মাঠে খেলা হবে’
নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
আজ রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানি করেন। প্রার্থিতা ফিরে পেয়েই চুন্নুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাসিরুল বলেন, ‘চুন্নুর সঙ্গে মাঠে খেলা হবে। চুন্নুর জামানত বাজেয়াপ্ত হবে। এই আসনে জাতীয় পার্টির কোনো খবর নেই।’
আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান বলেন, ‘১৯৭০ সাল থেকেই কিশোরগঞ্জ-৩ আওয়ামী লীগের আসন। পুরো আসনে জাতীয় পার্টির ভোট ১০টিও নেই।’
এর আগে গত মঙ্গলবার নিজের প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে এসেও একই মন্তব্য করেন নাসিরুল। সেদিন তিনি বলেছিলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। তবে কার ষড়যন্ত্রের শিকার তা বলব না।’ প্রার্থিতা ফিরে পাবেন এমন আশাবাদ ব্যক্ত করে নাসিরুল ইসলাম খান বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর জামানত থাকবে না।’