ট্রাক প্রতীক পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

Looks like you've blocked notifications!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি) ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মাহিয়া মাহি প্রতীক বরাদ্দ পাবার পর এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতীক পাবার পর মাহিয়া মাহি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছি। আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব। বিরোধীরা যারা আছেন তারা আমাকে পঁচানোর চেষ্টা করবে, ট্রাক খাদে পড়ে গেছে বলে। চাকা পানচার হয়ে যাবে…। এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে, উল্টো আমার প্রচারণা করবে। মানুষের মাথায় ঢুকিয়ে দেবে ট্রাক আমার প্রতীক।’

নির্বাচনের প্রচার-প্রচারণায় আজ সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই নেমে পড়বেন প্রার্থীরা। আজ সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। চাপাইনবাবগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তিনি।