ট্রাক নিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাছে মাহি, পা ধুয়ে দিলেন নারীরা!

Looks like you've blocked notifications!
চিত্রনায়িকা মাহিয়া মাহির পা ধুইয়ে দিচ্ছেন নৃগোষ্ঠীর নারীরা। ছবি : মাহির ফেসবুক আইডি থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশেষে ট্রাক প্রতীক পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন তিনি। যাচ্ছেন ভোটারের দুয়ারে-দুয়ারে। তার প্রতীক ট্রাক নিয়ে আজ সোমবার (১০ ডিসেম্বর) যান ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাছে। সেখানের নারীরা তার পা ধুইয়ে দেয়। সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি ও ভিডিও দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

মাহির ফেসবুক আইডিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আদিবাসী নারীরা বেশ আয়োজন করে পা ধুইয়ে দিচ্ছেন মাহির। এরপর অভিনেত্রী ওই নারীকে জড়িয়ে ধরেন।

ওই ভিডিও পোস্টে অভিনেত্রী লিখেছেন, আদিবাসী ভাই বোনেরা আমাকে বরণ করে নিল। মা-বোনদের মার্কা কী? ট্রাক ছাড়া আবার কী।

আজ প্রতীক পাওয়ার পর মাহিয়া মাহি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছি। আমার মার্কা ট্রাক। ইনশা আল্লাহ জিতেই ঘরে ফিরব। বিরোধীরা যারা আছেন তারা আমাকে পঁচানোর চেষ্টা করবে, ট্রাক খাদে পড়ে গেছে বলে। চাকা পানচার হয়ে যাবে…। এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে, উল্টো আমার প্রচারণা করবে। মানুষের মাথায় ঢুকিয়ে দেবে ট্রাক আমার প্রতীক।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহি। দল তাকে মনোনয়ন না দিলে রাজশাহী-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।