নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ চায় না : শেখ সেলিম
গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আওয়ামী লীগ চায় না নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় আসুক। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নিজস্ব বাসভবনে আজ শুক্রবার (২২ ডিসেম্বর) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‘সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে’ উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় আসুক, এটা আওয়ামী লীগ চায় না।’
বিএনপির নির্বাচন বর্জন বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, প্রত্যেক নির্বাচনে নতুন নতুন নেতা বেরিয়ে আসে। তাই নির্বাচনে অংশগ্রহণ জরুরি। এভাবে নির্বাচন বর্জন করেতে থাকলে একসময়ে বিএনপি হারিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সস্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।