রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধরা
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এর প্রতিবাদে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কুমারপাড়ায় বুলডোজার দিয়ে নগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে রাকসু, ইসলামী ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। সেখানে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-জনতা, জুলাই মঞ্চ, এনসিপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান নেয়। পরে ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’র ব্যানারে মিছিল নিয়ে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হন।
এ সময় বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ সহ ভারতীয় আধিপত্য বিরোধী বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের সঙ্গে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে রাকসু ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সালসহ অন্যান্যরা বক্তব্য দেন।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)