একাত্তরের পরাজিত শক্তি শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে : শেখ সেলিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, কে ইলেকশন করল আর কে করল না, সেটা আমাদের দেখার বিষয় না। রাজাকার ও একাত্তরের পরাজিত শক্তি একত্রিত হয়ে আমাদের একটা শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে।
আজ রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় আজহার উদ্দিন রাবেয়া সারোয়ার উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় শেখ সেলিম এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, বাংলাদেশ মিনি পাকিস্তান কোনো দিন হবে না। একটা বাঙালি বেঁচে থাকতে এটা হবে না। বাংলাদেশ পরাধীন রাষ্ট্র নয়। এবার আমাদের সংগ্রাম ওই স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংগ্রাম।
শেখ সেলিম আরও বলেন, খালেদা জিয়া ওই যে গুম গুম কয়, ওরা গুম গুম হয় নাই এরাতো নিজেরা আত্মগোপন করে রয়েছে। অপকর্ম করছে যেকোনো মুহূর্তে ধরা পড়বে। এদের মধ্যে অনেকে পাকিস্তানে গেছে।
করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ ফকিরের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেকে পলিমার অ্যান্ড ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান সিকদার কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান সরদার প্রমুখ।