আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির দেশ : জিলানী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এস জিলানী বলেছেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্ব আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও দুর্তীতিমুক্ত বাংলাদেশ।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী এসব কথা বলেন।
এস এম জিলানী আরো বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই আমি তার আদর্শকে হৃদয়ে ধারণ ও লালন করে বিএনপি করি।
স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমাবেশে আগতদের উদ্দেশ্যে এস এম জিলানী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ কোটালীপাড়া উপজেলা। আমাদের এই সম্প্রীতি বজায় রাখতে হবে। আপনারা আমাকে একটি বার সুযোগ দিন। আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনাদের সমস্যার কথা বলার জন্য আমার কাছে যেতে হবে না। আমি নিজেই সমস্যার কথা শুনতে আপনাদের কাছে ছুটে আসব এবং সমাধান করার চেষ্টা করবো।

উপজেলা বিএনপির সভাপতি এস এস মহিউদ্দিনের সভাপতিত্বে সম্প্রীতির সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ভাঙ্গারহাট বণিক সমিতির সভাপতি শ্যাম বাড়ৈসহ ধর্মীয় ও দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
এদিকে বিকেল ৪টার দিকে সমাবেশ শুরু হয়ে রাত ৯টার দিকে শেষ হয়। এর আগে দুপুর থেকে ঢাক, ঢোল নিয়ে নেচে গেয়ে দলীয় নেতা-কর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।